ভালো লাগে-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
ভালো লাগে-বিপ্লব গোস্বামী


ভালো লাগে ভোর বেলার পাখি
যখন করে মিষ্টি ডাকা-ডাকি।
ভালো লাগে প্রভাতে ফোটা ফুল
বাযু লেগে যখন দেয় দোল।

ভালো লাগে রিম-ঝিম বৃষ্টি
ভিজতে তাতে বড় লাগে মিষ্টি।
ভালো লাগে ফুলের উদ‍্যান
অলি তাতে করে যখন গান।

ভালো লাগে সূর্য ডোবা ক্ষণ
পাখি সব নীড়ে ফিরে যখন।
ভালো লাগে তারা ভরা রাতি
চাঁদ মামা থাকে যখন সাথী।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top