ধর্ম সংস্থাপনে-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
ধর্ম সংস্থাপনে-বিপ্লব গোস্বামী


অধর্মের বিনাশ আর
ধর্ম সংস্থাপন তরে,
মথুরায় জন্মিলেন প্রভু
বিষ্ণু কৃষ্ণ অবতারে।

কংসাদি অসুর সব
প্রভু করিয়া সংহার,
করিলেন ধরা মাঝে
ন‍্যায় ধর্মের প্রচার।

করিতে দয়াল প্রভু
ত্রিলোকের উপকার,
পার্থের সারথী হয়ে
করলে অধর্মী সংহার।

এ ধরা মাঝে আবার
অধর্ম,অন‍্যায়,অবিচার
আবিভূত হও প্রভু
লয়ে নব অবতার।

নিজ করে করো প্রভু
সব অধর্মী সংহার,
আবার করো এ ধরা মাঝে
সত‍্য-ন‍্যায় ধর্মের প্রচার।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top