গাহি আমি তাহাদের গান-বিপ্লব গোস্বামী
দেশপ্রেম সেনানীতে আছে যার মান।
জন্মভূমির ভালোবাসায় করে যে সম্মান
গাহি আমি তাহাদের গান।
দেশ স্বাধীনতায় যারা করেছে সংগ্ৰাম
বুকের শোণিত যারা করে গেছে দান।
মাতৃত্বে এক হতে রচে যারা গান
গাহি আমি তাহাদের গান।
যাদের ভয়ে দূর হলো পৌষাহিত কাণ্ড
যাদের তেজে বাষ্প হলো দুষ্কৃতির ভাণ্ড।
যাহারা রক্ষা করে সভ্যতার প্রাণ
গাহি আমি তাহাদের গান।
যাহারা পথে পথে ঠেলে ঠেলাগাড়ী
যাহারা হাসিয়ে তোলে মুচীদের বাড়ি।
যাহাদের গৌরবে মাঠে ফলে ধান
গাহি আমি তাহাদের গান।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


