স্বাধীনতা এলে-বিপ্লব গোস্বামী
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
নীলাভ দিনের কথা
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
দাসত্বের সেই প্রথা।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
অপমান আর গ্লানি
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
বীর নেতাজীর বাণী।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
রক্ত নদীর বন্যা
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
মা বোনের কান্না।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
বীর শহীদের বলিদান
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
জাতীর পিতার আহ্বান।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


