স্বাধীনতা-ভূষণ বর্মন || কবিতা || অকপট অনুসন্ধান

0
 স্বাধীনতা-ভূষণ বর্মন 



শত সহস্র প্রাণের বিনিময়ে
বাঙালির মান- অভিমান,
আবেগ- ভাবাবেগের হৃদয়ে
স্বাধীনতার স্বপ্ন, লড়াইয়ে-
এসেছে সাফল্য, পেয়েছি স্বাধীনতা।
দেখতে দেখতে আজ...
স্বাধীনতার ৭৪ টি বছর পূর্তি
কত সংগ্রামীর আবক্ষ মূর্তি-
আজ ধুলোয় লুটিয়ে কাঁদছে!
একে অপরে ঢিল ছোঁড়াছুঁড়ি
অবুঝ অকৃতজ্ঞেরা হাসছে!

ভীষণ লজ্জা!

বি-বা-দি- দত্ত- দাস- খান
মাস্টার দা সূর্যসেন, ঋষি অরবিন্দ- অ্যানি বেসান্ত,
ভগৎ- উধাম- অজিত সিং- সুকদেব
বিপিন চন্দ্র- তিলক- রানাডে- নানা সাহেব,
বল্লভ ভাই- তাতিয়া টুপি
অরুণা আসিফ- কমল তিওয়ারি,
ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ
মাতঙ্গিনী- চিদাম্বরম- পিল্লাই,
গান্ধী-আজাদ- ক্ষুদিরাম বসু
ব্রিটিশদের আতঙ্ক সুভাষ বসু-
প্রমুখ- প্রমুখ- প্রমুখ---
স্বদেশ প্রেমি, স্বাধীনতা সংগ্রামী
স্বাধীনতায় জীবন উৎসর্গগামী---
ছিনিয়ে নিয়েছেন অধিকার
দিয়েছেন মোদের স্বাধীনতা।

তবু...

স্বাধীনতার এই ৭৪ বছরেও
স্বদেশের মাটিতে
স্বজনের বাটিতেই...
মোদের পরাধীনতা দৃশ্যমান।
আজও দুঃস্থ রক্তের শিরায় শিরায় প্রবাহিত... অত্যাচারিত বঞ্চিত, নিপীড়িতের তকমা।
সাধারণ শ্রেণীরা আজও-
বুর্জোয়াদের নিকট-
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
তবুও মোরা স্বাধীন।
৭৪ বছরের স্বাধীনতার সুখ
নিশ্চিত জীবন যৌবনের উপভোগ...
করে চলেছি।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top