অন্তিম সে দিন-বরুণ মোহরী || কবিতা || অকপট অনুসন্ধান

0
অন্তিম সে দিন-বরুণ মোহরী


পশ্চিম দিগন্ত জুড়ে
কালো মেঘ |
নিষ্প্রভ রবিশিখা |
'তোমার সৃষ্টির পথ '
মুখে মুখে উচ্চারণ |
কিছু গোলমাল আছে 
মেজে ঘষে দেব |
সুযোগ হলোনা আর, 
রবি চলে গেল |
শয্যায় চোখ মেলে, 
আট দিন ঠাঁই শুয়ে |
একটি পংক্তি আর, 
বেরোলো না স্বর বেয়ে |

অস্ত্রোপচার শেষে, 
রুগী বেশ ভালো আছে |
রাত্রি আধার হলো, 
যন্ত্রনা বেড়ে গেলো |
দ্রুততর নাড়ি গতি 
ক্রমাগত অবনতি |
ক্ষতস্থানে অস্বস্তি 
নিস্তেজ রবিদ্যুতি|
ঘনঘন মাথা নেড়ে 
ডাক্তার আশ্বস্ত করে, 
অস্ত্রপচার শেষে 
এমনটা হয়ে থাকে |

নতুন ভোরের আলো, 
দিগন্ত ঝলমল |
স্বল্প তরল আহার 
মুখে রবি তুলে নিলো |
স্বাভাবিক নাড়ি গতি 
উত্তাপ কমে গেলো |
ঝড় শেষে মেঘ কেটে 
রবি বুঝি ফিরে এলো !
হটাৎ কাশির বেগ 
শরীর মুষড়ে দিলো 
উদোরেতে যন্ত্রনা
সাথে বমি শুরু হলো |

শেষবার দীপখানি 
দপ করে জ্বলে উঠে 
স্তিমিত রবিতেজ 
চিরতরে নিভে গেলো|
সোনার ফসল রূপ
কত গান কত লিখা 
সবকিছু ছেড়ে গেলে, 
শেষবেলা তুমি শুধু 
শরীরটা নিয়ে গেলে |
চিরকাল গর্বিত 
বিশ্বের দরবারে |
আপামর জনগন 
শ্রদ্ধায় মাথা ঝোকে|



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top