রাখী বন্ধন-ভূষণ বর্মন
ক্যালেন্ডারে দেখলাম আজ, "রাখী বন্ধন"
তাই, ছুটলাম অনেক্ষণ- চাক্ষুষের আশায়,
দেখলাম- রাজপথ ফাঁকা!
ছাত্র ছাত্রীদের কোলাহল নেই
বিকিকিনিও নেই আর সেই-
আগের মতো।
রাখীতে সাজানো দোকান দেখে
উৎকণ্ঠা ওদের চোখে মুখে, বুঝলাম-
Interest হারিয়েছে সবাই।
ভাই বোনের সম্পর্ক ভূলে
সকলেই এলোমেলো চুলে-
Facebook-এর friendship-এ ব্যস্ত!
They want to be রোমিও
They want to be জুলিয়েট,
হোক না সারা জীবনটাই late...
তাতে কি?
Internet তো আছেই,
আছে Whats App, Messenger, Google.
বোন চায় না ভাইকে
ভাই চায় না বোনকে,
তারা শুধু উভয়েই চায়-
Time pass প্রেমকে।
এই তো "রাখী বন্ধন"
কবিগুরুর প্রয়াস, ইন্ধন-
আজ বুঝি ব্যর্থ!
আজ শুধুই স্বার্থ...
পিতৃত্ব, মাতৃত্ব আর ভ্রাতৃত্বকে বিসর্জন দিয়ে!
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


