পতিতা বলছি-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
পতিতা বলছি-বিপ্লব গোস্বামী



বাবুরা কেবল শরীর দেখে
দেখে না বুকের চিতা ,
কেনইবা ওরা দেখবে ওসব
আমি তো এক পতিতা।

ওরা দিবালোকে দেখলে আমায় 
থু থু ফেলে মুখে,
আঁধার রাতে সোহাগ ভরে
টেনে নেয় বুকে।

বাবুরা আমায় ছিড়ে খায়
শুনতে পায় না কান্না,
ওদের কেবল দেহ চাই
দেখে না অশ্রু বন‍্যা।

আমিও তো একটা মানুষ
রক্তে মাংসে গড়া,
আমারও দেহে প্রাণ আছে 
বুঝে না তো ওরা।

আমারও একটা মন আছে
আছে কিছু চাওয়া,
মনের চাওয়া মনে মরে
হয় না কভু পাওয়া।

আমাকেও কেউ বাসত ভালো
দেখাত রঙ্গিন স্বপ্ন,
তার প্রেমেতে দিবা রাতি
হয়ে থাকতাম মগ্ন।

আমারও একটা পরিবা ছিল
ছিল মা ভাই,
সেসব কথা মনে হলে
ভীষণ কষ্ট পাই,

বাবা নেই ভাই ছোট
বোন ছোট সাত,
অন্ন বিনা, বস্ত্র হীনা
কাটত দিন রাত।

শহরে এসে টাকা কামাবো
স্বপ্ন ছিল বুকে,
মিথ‍্যা প্রেম,ছল,প্রতারণায়
ঠাঁই হলো নরকে।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top