ভাতৃবন্ধন-বরুন মোহরী
ক্রোধ,দ্বেষ দূরে ঠেলে
জ্বেলে দাও আলো ,
সংকীর্ণতা মুছে ফেলে,
দ্বারখানি খোলো ।।
মোর দেশ মোর প্রাণ
চোখে চোখ মেলো ,
হিমেল স্রোতের ধারা
তরী বেয়ে চলো ।।
জ্যোৎস্নার আলো ।
অমানিশা ঘুচে যাবে,
ভাতৃবন্ধনহোক,
অটুট,জোড়ালো ।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


