রাখীবন্ধনের শপথ-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
রাখীবন্ধনের শপথ-বিপ্লব গোস্বামী 

আজি রাখী বন্ধনের শুভক্ষণে
এসো শপথ করি ভাই ভগিনী সনে।
বনিতাগণে করব না হেলা
বিশ্বাস নিয়ে কভু করব না খেলা।
সহিব না কভু মোরা নারী অপমান
সতত গাইব মোরা নারীত্বের গান।
করতে মোরা মাতৃ ঋণ শোধ
করতে হবে কন‍্যা ভ্রণ হত‍্যা রোধ।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top