মিনতি-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
মিনতি-বিপ্লব গোস্বামী

নাইবা পেলাম প্রভূ তোমার
      ঐ দিব‍্যলোকে ঠাঁই,
শেষের কালে দয়াল তোমার
       শরণ যেন পাই।

  তোমার দেওয়া চক্ষু দিয়া
    দেখি দয়াল এ দুনিয়া,
  সব দেখি কেবল তোমায়
  আজো না পাই খুঁজিয়া।

জাগরণে তোমায় নাইবা পেলাম
      পাই যেন স্বপনে,
   আছ তুমি জগৎ জুড়ে
     আছ হৃদয় আসনে।

কেউবা করে ভজন পূজন
       কেউবা করে স্তব,
কেউবা কেবল শ্রীনাম জপে
    নির্জনে বসিয়া নীরব।

    মন চন্দন তুলসী নিয়া
  পূজব তোমায় অশ্রু দিয়া।

    স্তব করে তোষব তোমায়
         সাধ‍্য আমার নাই,
      কৃপা করে দিও দয়াল
            চরণ তলে ঠাঁই।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top