দয়াল প্রভু-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
দয়াল প্রভু-বিপ্লব গোস্বামী


মানবের তরে দয়াল প্রভু
করেছো কেবল দান,
আকাশ,বাতাস,গ্ৰহ,তারা
চাঁদ,নদীর কলতান।

বাঁচিবার তরে দিয়েছো বাযু
তৃষ্ণা মিটাতে জল,
ক্ষুধা মিটাতে দিয়েছো অন্ন
শাক,সবজি,ফল।

আঁধার নাশিতে দিয়েছো রবি
জোছনা ছড়াতে চাঁদ,
নিরাপদ আশ্রয় দিয়েছো দয়াল
দিয়েছো গগন ছাদ।

না চাইতে দিয়েছো সবই
হে দয়াল মহান,
যা পেয়েছি যা দেখেছি
সবই তব দান।

লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top