প্রেম বিতৃষ্ণা-অভিজীৎ ঘোষ || কবিতা || অকপট অনুসন্ধান

0


 রাতের পরে দিন কেটে যায়, হারাচ্ছে মন আশা,
প্রেমের চোখে ঝাপসা দেখি স্থানে স্থানে কুয়াশা।
চশমা গুলি বিশ্বাসঘাতক, পাচ্ছিনা তাই জানতে ;
ভালো-বাসা হয়নি আমার, তাইতো থাকি মাটির ঘরে।
হৃদয় আবার কোমল?কঠিন! পারছিনা তাও মানতে।।
তাই দেখেই তো প্রেম নিবেদন, বলছে আই লাভ ইউ।।
যুগের তালে চলছে সবাই, আমি দেখি চুপটি করে।।
মুখের ওপর রঙের বাহার, নানান ক্রিমের ভিউ।

স্কার্ট জিন্স সব পড়ছে এখন, ডিজাইনের আধুনিকতা।
অনেক মুখই ঝলসে ওঠে, টেকনোলজির রং বাহারে।
কেউবা মুখে মাখছে কালি; আড়ালে আর অন্ধকারে।।
সাবধানে যা রাখার কথা, কেন সবার মাঝে পরিবেশন?
দেখে দেখে তাই মায়োপিয়া, সঙ্গী শুধু নীরবতা।।
শৈশব থেকে আসছি শুনে, লজ্জা হল নারীর ভূষণ।

সুলভ যখন একাকীত্ব, তাইতো আমি প্রেম করি না।।
আধুনিকতার রঙের ছোঁয়ায় সমাজ আজও ভীষণ ভীত।
উদার মনের সঙ্গী খুঁজে, নকল ভয়ে জর্জরিত।।

সমাজের এই দৃশ্য দেখে, ভালোবাসার ধার ধারি না।





লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top