পৃথিবীর অভিযোগ-প্রসাদ হালদার || কবিতা || অকপট অনুসন্ধান

0

 

             

আমি পৃথিবী মহাবিশ্বের জীবন ধাত্রী গ্রহ,
মানবেরা মরে করিছে ধ্বংস পড়িয়া অন্ধ মোহ।
কৃতজ্ঞতার লেশ মাত্র নেই কি ওদের মনে, আমার আকাশ আমার পাতাল ক্ষয়িছে দিনে  দিনে।
আমার গর্ভে জন্ম দিয়েছি বনজ বৃক্ষরাজি,
সবুজ অরণ্য ধ্বংস করিয়া জীবন রেখেছে বাজি।
ওজন স্তরের ক্ষয়ের ফলে বাড়ছে তাপমাত্রা, 
বৃক্ষে তৈরি আসবাপত্রে চলে জীবন যাত্রা ।
সমুদ্রের উচ্চতা বাড়ছে বরফ গলা জলে,
মূর্খ মানব জ্ঞান কান্ড গিয়েছে যে ভুলে।
পাহাড় কাটিয়া নদী ভরিয়া গড়ছে কলকারখানা,
পরিবেশ এর ভারসাম্যে কৃত্রিমতার হানা।
খনিজের লোভে গর্ত করিয়া করছে লন্ড ভন্ড ,
তাইতো বেড়েছে সুনামি আর ভূমিকম্পের তাণ্ড।
নিজের শক্তি দেখাতে ওরা ফোঁটায় পরমানুবোম,
ধরিত্রী মায়ের মূল্য বুঝবেনা থাকিতে ওদের দম।
আমায় ছেড়ে ভিনগ্রহে পারি দিতে চাই ,
আমার মতো আলো, ছায়া পাবে ওরা কোথায়। মানবের এই নিপীড়ন সহ্য হয় না যখন ,
দুর্যোগ আর মহামারী দিয়ে প্রতিশোধ নেই তখন।
বায়ুমণ্ডলে অক্সিজেনের ব্যালেন্স করছে নষ্ট,
তাইতো আজ ভুগছে মানুষ পাচ্ছে শ্বাসকষ্ট।
ওদের দেয়া বঞ্চনা যেদিন পারবো না আর নিতে,
পৃথিবী বলে থাকবে না গ্রহ বিশ্ব ব্রহ্মাণ্ডতে ।





লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top