সাম্প্রতিক-অনন্যা দাশগুপ্তা || অণুগল্প || অকপট অনুসন্ধান

0


রাস্তায় বড় বেশী জমায়েত হচ্ছে আজকাল। মহানন্দা পেরিয়ে মোড় ঘুরতেই শহর বদলে গেছে। কত আলোয়, চাকচিক্যে। শাড়ি ভিজে চলেছে আজো, ভারতবর্ষের দুঃস্বপ্নের মত বাস্তবে।এই শহরে দাঁড়িয়ে আমি কণামাত্র রক্তের ছিটেফোঁটা দেখতে পাচ্ছি। সুপ্রভাত বলতে ইচ্ছেও করেনা। সেই কবে এক সন্ন্যাসী ভদ্রলোক বলে গেছিলেন একসাথে থাকার কথা। ভাবতে বলেছিলেন, কিন্তু আমরা যখন আলোকিত বড় বেশী বাইরে, ভেতরে তখনও ততোটাই আঁধার। সুপ্রভাত বলার মতো একটা দিনও যে আসছেনা। কান-মাথা গুঁজে আছি এক আশ্চর্য শীতে।রাস্তায় আগুনের পাথর পোঁতা, নিরাপদ নয় কোনো কোনাকানচিও।

তোমরা ভগবান মানো?

তার মতো কাউকে...!

এক অপরিচিত গলায় উত্তর পেলাম - নাহ,

কারণ, রোজ সকালে খবরের কাগজ পড়ার অভ্যেস আছে ।

লেখিকাঃ অনন্যা দাশগুপ্তা


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top