প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমায়।
চশমার ফাঁক দিয়ে তোমার ওই দুটি হরিণীর মত
চোখের মায়াবী চাহনি
আমার বুকে আলোড়ন তুলে যায়।
রেশমি চুলের গোছা যখন তোমার চিবুকের সংঙ্গে খেলা করে,
তখন আমার মনেও হিল্লোল ওঠে।
মনে হয় কতকালের চেনা তুমি,
তোমার জন্যই জন্ম আমার।
হতে চাই তোমার আমি,হতে চাই
শুধুই তোমার।
তোমার গহন কালো চোখের অতল গহ্বরে
হারিয়ে যেতে চাই
আমি।
না জানি কত শান্তি,
কত সুখ লুকিয়ে রেখেছ সেখানে।
তোমার সবটুকু রুপ-রস-গন্ধ
আমি আমার পরতে পরতে
মিশিয়ে নিতে চাই,
মিশে যেতে চাই তোমার সত্বায়,
হতে চাই তোমার আমি,হতে চাই
শুধুই তোমার।
তুমি যখন আমার পাশ দিয়ে হেঁটে যাও,
মনে হয় ইন্দ্রলোকের কোনো অপ্সরা।
তোমার শরীরের গন্ধ পারিজাতের সুবাস নিয়ে আসে।
তোমার চলার ভঙ্গিমায় আমি জীবনের ছন্দ খুঁজে পাই।
তোমার মুক্তোঝরা হাসি আমার বেঁচে থাকার রশদ জোগায়।
হতে চাই তোমার আমি,হতে চাই শুধুই তোমার।
লেখকঃ বিশ্বরুপ রায়, কলকাতা
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

