এসেছ তুমি রুদ্ররোষে
কোন সাগর পারে বাসা।
হেলিয়ে দুলিয়া তুলেছ মাথা
ফোঁস ফোঁস নাদে ফনা,
সঘন গগন সঞ্চিত আবেগ
নেই ঘুম মোর চোখে,
দুয়ার খুলি দেখি বারে বারে
কিছু না পাই দেখিতে;
ভাবি তাই আনমনে
কোথায় তোমার পথ,
কোন আঁধারে হতেছ পার!
লেখিকাঃ শ্রীমতী পম্পা বাকুলি, চন্দননগর, হুগলী
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

