টাকা চুরি -সঞ্চিতা ঘোষ || গল্প || অকপট অনুসন্ধান

0



তু মা এদিকে এসো। আচ্ছা মা আমার ব্যাগ থেকে কি তুমি টাকা নিয়েছো। ঋতু বলোল না না আমি তো নেই নি। মামনি সত্যি করে বলো মা আমার, তুমি কি টাকা নিয়েছো। দেখো তোমার বয়স এখন অনেক ছোট সবে তোমার আট বছর। লোকে অন্য কিছু বোঝাতেই পারে কিন্তু যে যাই বলুক তুমি এসে আমাকে সব কথা বলবে কেমন। ঋতু-  না না আমি টাকা ধরিনি মা। আচ্ছা মামনি 

বাড়িতে তুমি, আমি, আর বাপি ছাড়া তো কেউ থাকে না, আর এই ব্যাগ কোথায় থাকে সেটা তুমি জানো, তোমার বাপি জানে আর আমি জানি, কে করতে পারে তাহলে বলো তুমি ছাড়া আর কেউ না আমি জানি। দেখো আমাকে ছুঁয়ে সত্যি কথা বলো, সত্যি কথা না বললে না কিন্তু মা মরে যাবে। ঋতু এবার খুব ভয় পেয়ে গিয়েছে, কারণ সে ছোটবেলা থেকেই কথা শুনেছে যে মাকে ছুঁয়ে মিথ্যে কথা বললেই মা মরে যায় তাই ভয়ে ভয়ে সে মার কাছে সব সত্যি কথা বলে দিলো, মা আমি টাকাটা নিয়েছি, আমাকে স্কুলে পূর্ণিমা দিদি  বলেছিল তুই বাড়ি থেকে টাকা চুরি করে আনবি না হলে তোর টিফিন খেয়ে নিবো। মা আমি ভয়ে করেছি খুব ভয়ে। 

দেখো মামনি তোমাকে কেউ যদি বলে যে তুমি ঘরে আগুন লাগিয়ে দাও, তোমার মাকে মেরে দাও, তুমি কি তা করবে বলো! যাক আর কখনো এই ভুল করবে না। ঋতু কাঁদতে কাঁদতে বলল মা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও। ঋতুর কথা শেষ হতেই তার মা তৎক্ষনাত ঋতুকে নিয়ে পূর্ণিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পূর্ণিমা দের বাড়ি পৌঁছে ঋতু আর পূর্ণিমাকে উভয়ের একে অপরের সামনে দাঁড় করিয়ে সব কথা বলা হলো। পূর্ণিমা স্বীকার করতে চাইছিলো না পুলিশের ভয় দেখাতেই সে স্বীকার করে যে, সেই ঋতুকে টাকা চুরি করতে বলেছে।  সেখানে দাঁড়িয়ে ঋতুর মা বললো- আমি আমার মেয়ের কথা বিশ্বাস করিনি বলেই এখানে এসেছি। আমার মেয়ে যখন তোমার নাম নিয়েছিল তখন, আমি এটা প্রমাণ করলাম সত্যিই কি আমার মেয়ে সঠিক কথা বলছে তাই আমি সত্যতা জানতে এসেছিলাম। পূর্ণিমা আর দয়া করে আমার মেয়েকে ভুল বুঝিও না। ও তোমার থেকে অনেক ছোটো পারলে ওকে নিজের বোনের মত করে ভালোবেসো। আর কিছু আমি বলতে চাই না এই বলেই ঋতুর মা ঋতুকে নিয়ে পূর্ণিমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল।




লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top