ঘুমের দেশে ঘুমিয়ে ছিলেম
ছোট আমি এক পরী,
সোনার কাটির ছোঁয়ায়
আমায় প্রাণ দিল ভূবনপতি।
মায়ার জগতে এলাম আমি
ছোট ছোট মোর পায়ে,
তুলিয়া নিয়ে স্নেহকোল দিল
যে মোরে 'মা'পরী নামটি তার।
লেখিকাঃশ্রীমতী পম্পা বাকুলি, (চন্দননগর,হুগলী)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।
