ন্যায়ের পথে-শেখর দেবনাথ || কবিতা || অকপট অনুসন্ধান

0


জেগে ওঠো আজ পাণ্ডব সেনা,

অন্যায়কে বলো আর না;

বিশ্ব দ্রৌপদী লাঞ্ছিত আজ

দুঃশাসনের হাতে।

ভীষ্ম,দ্রোণ,কৃপ,বিদুর জেনো

 সদা ন্যায়ের পথে।

দেখো ওই,গাণ্ডীব হাতে পার্থ জাগিছে

গদা হাতে ভীম বীর,

দারুকের সাথে কৃষ্ণ আসিছে

তোমরা কেনো আজ স্থির ।

কৌরবে আজ ধরা পূর্ণ,

কুঠারাঘাতে করো ঊরু ভঙ্গ;

বয়ে যাক সব কলুষ রুধির 

পাঞ্চজন্যে হোক কর্ণ বধির।

বিশ্ব ব্যাপিয়া আজ কুরুক্ষেত্র,

হানো হানো সব অগ্নি অস্ত্র

রক্তস্নাত হয়ে আসুক,আবার নবপ্রভাত।





লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top