তোমাকে প্রাক্তন
বলবার মতো,
সাহস আমার নেই।
একবার সাহস করাতে
আমার মুখ চেপে
ধরেছিল
পুরাতন আলিঙ্গন।
পুরাতন সঙ্গমের
কথা ভেবে,
তছনছ করে ছিলাম
ধর্মীয় মিথ।
প্রেমের ভিতরে এতো
বিষ,তিক্ততা, এতো উল্লাস-
অথচ এখন আর কিছুই
মনে পড়েনা,
তোমার নাকে নাক
ঠেকাতে গিয়ে
ছুয়ে দেওয়া
ঠোঠের স্পর্শ ছাড়া
সে 'উপহার' উপহারেই।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


