বর্তমান সময়ে ভারতে যে শিক্ষা ব্যবস্থা চলছে তা অনেকাংশে নির্ভর করে শিশুর মনস্তত্ত্বের বিষয়ের উপর।কারন,পর্যাপ্ত পরিমাণে শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজন শিশু পরিণত স্বাভাবিক বয়স। বর্তমানে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথ প্রয়াসে চালু হয়েছে (২০১০ সালে) ভর্তী করন কর্মসূচী।এই ভর্তীকরন কর্মসূচীর মধ্যদিয়ে শিশুদের আইনত (৬ বছর) বয়স সিদ্ধ হলেই,তারা ভর্তী কর্মসূচীতে অগ্রাধীকার পাবে।
![]() |
| শিশুদের কে স্কুলে নিয়ে যাওয়া |
![]() |
| অভিভাবকের সাথে শিশুরা |
তবে যখন দেখি যে ছোটো ছোটো ছেলে মেয়েরা পিঠে ভারী ভারী ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে।আর এই দৃশ্য দেখার পর আমার একটা কথায় মনে হয়, রুশো, মন্টেসরী,ফ্রয়েবেল,রবীন্দ্রনাথ এদের শিক্ষা দর্শন আজ ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানের অবৈজ্ঞানিক শিক্ষা নীতির জন্য।কোথাই যেন হারিয়ে যাছে শিক্ষার আসল উদ্দেশ্য।তাই কবি আক্ষেপ করে বলেছেন
".....বাল্যকাল হইতে আমাদের শিক্ষার শিত আনন্দ নাই।কেবল যাহা – কিছু নিতান্ত আবশ্যক তাহায় কন্ঠস্থ করতেছি।তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র।কিন্তু বিকাশ লাভ হয় না।"
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।




