সবুজ পাহাড় আঁকড়ে রয়েছে মাটির বুকের পরে।
কি অপূর্ব সেই সৌন্দর্য যা রয়েছে পাহাড় জুড়ে।
টাপুর টুপুর বৃষ্টি যখন পড়ছে পাহাড় চুঁড়ে,
গাছপালারা দিচ্ছে যেন তাদের ডানা মেলে।
ঝরনা আজো বইছে দেখো পাহাড়ের বুক বেয়ে,
ঝর ঝর ঝর ধারায় সে জল বইছে নদী হয়ে।
পাহাড়ের কাছে নদী যেমন শান্ত হয়ে থাকে,
পাহাড়ও ঠিক পুরুষের মতো নদীকে আগলে রাখে।
নদীর জল যাচ্ছে যেন সাগরের সন্ধানে,
সাগরও সেই প্রতীক্ষার দিন গুনছে মনে মনে।
নিস্তব্ধ নির্জনতা রয়েছে পাহাড় ঘিরে
আবার যাবো আমি পাহাড় তোমার বুকে ফিরে।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


