আর গল্পটা বলা হলনা-উমা চক্রবর্তী || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


স্বপ্নের ঘোরে যে রাতটা ভয় দেখায় তা একটা

বুক চাপা নিঃশ্বাস থমকে দেয়।

ঐ যে বসন্তটা তে তুমি প্রেমিকের  স্বপ্ন বোনো

সে বসন্ত ই মুখে গুঁটি র দাগ দেয়।

সমুদ্র সমুদ্র করে যে মুক্ত খুঁজে বেড়াও

সেই মুক্ত‌ই থাকে ডুবুরি দের হাহা চিৎকার।

রাঙা পায়ে নূপুরে যখন ছম ছম বৃষ্টিতে নাচো

সেই বৃষ্টি ই তো  নেই বানভাসি ছদ্মনাম।।

কি কৃতান্ত সব‌ই??কি জানি!

দিন চলে যায়।

ডিগ্রিধারী  যুবকটি যখন তোলপাড় করা,

ভালোবাসার প্রেম আঁকে,

নিসর্গ পূর্নিমা প্রকৃতি যখন

মালতীর সৌরভ মাখে,

তোমার আমার জীবন যখন রেলিং ধরা হাতে

সুন্দরের সাধনা করে,

তখন ঐ রাস্তার মোড়ের পাশের বস্তিটা ই

মেয়েটা ছেলেটা চুরি করার উপায় খোঁজে।।

দিন চলে যায়।

আলো তাদের নিভেই  গেছে আলেয়া হতে।

তুমি???তোমার তখন,!!

অচেতন মনটা ঘুমালো কিনা জানতে পারলো

পাশে জলের বোতলের চুমুকে।

সাধের স্বপ্নবালা পরে রোজ রোজ তোমার

পুরুষ খোঁজো তোমার অবসাদে।

দিগন্তব্যাপী ভাঙা হৃদপিণ্ড টা নিংড়ে দেয়

তোমার না পাওয়া গুলোকে‌

অনেক চেষ্টা করেও যখন শিশির ভেজা ঘাসে

দুটো লাইন বের করতে পারো না,

তখন তিক্ততায় আড়ষ্ঠ হয়ে শিড়ার

যন্ত্রনা পাও।

ছুটে পালাতে চাও মুক্তিতে।

মুক্তি চাও?? ছিন্নবলে দাঁড়া ও ওই বস্তিটাই

তোমার ভাঙা মন অনাবৃত প্রকৃতি ভ্রুক্ষেপে

ফিরে পাবে জীবনকে।

যত্নে জ্বলে উঠবে তোমার পাওয়ার হিসাব গুলো,

নরকঙ্কালের কঙ্কাল খানা সেদিন দেখবে

জ্যান্ত হয়ে তোমার সামনে,

অন্তর গর্জে উঠবে কান্নাতে, হাঁপিয়ে হাঁপিয়ে

থামবে না তার বিষাদ।

শুধু ই কি বিষাদ!!

তারপর আর গল্পটা নাই বা বললাম

ভেবে নিও বাঁচার মতো।

দিন কিন্তু চলে যায় নিজের মতো

এগোচ্ছে গতি "বলাকা" থামার ন‌ই।।

দিন চলে যায়।।


লেখিকাঃ উমা চক্রবর্তী,বাঁকুড়া


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top