চারিদিক যখন আনন্দে মেতে উঠেছে,চলেছে হাসির
কল্লোল,ঠিক সেই সময় সীমান্তে দাঁড়িয়ে আছে এক জওয়ান।চারিদিকের
আনন্দ উৎসব থেকে অনেক দূরে,কেননা তার কাঁধে
শুধু এ.কে.ফরটি সেভেনের ভার নয়,তার সাথে আছে
প্রতিটি মানুষের হাসি-কান্না,আনন্দ-আবদার---সবকিছুর
ভার।যার ভারে সে নুঁইয়ে পড়েছে কিন্তু ভেঙ্গে পড়েনি,দৃঢ়তার সঙ্গে
বাধা-বিপত্তি,ঝড়-ঝঞ্ঝাকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে।
এমন একদিন আনন্দের দিনে কর্মরত এক জওয়ানকে আমি প্রশ্ন না করে থাকতে পারিনি।কিন্তু তার উত্তর শোনার পর আমার আর কিছু বলার ছিল না।সে বলেছিল--"আমরা তো আছি সকলের আনন্দকে আনন্দের মতো করেই উপভোগ করাবার জন্য,আর এই পোশাক পরবার দিন থেকেই আমরা সীমান্তকেই আমাদের পরিবার ভাবি,ভাবি আমাদের ভালোলাগা-মন্দলাগা বিনিময়ের এক সঙ্গীরূপে।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


