সন্ধিক্ষণে-ভূষণ বর্মন || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


বিগত যত যন্ত্রণা ভুলে...
অশুভ শক্তি বিশবাঁও জলে-
তলিয়ে যাক্!
হারিয়ে যাক্-
করোনা-র অভিশাপ,
কালিমালিপ্ত রাজনীতির বাক্যালাপ-
তফাৎ যাক্-
অমাবস্যার আঁধার!
পূর্ণিমার গ্রহণ
মানবিকতার দহন-
সব মুছে যাক্ চিরতরে।
উঠুক নূতন সূর্য
সূর্যদয়েই আশার আলো,
ছড়িয়ে পড়ুক সম্প্রীতির সুর
প্রস্ফুটিত হোক্- ব্যাথাতুর...
হৃদয়ের গান,
ধ্বনিত হোক্ জয়ধ্বনি-
"জয় বাংলা" স্লোগান ।
আমরা আছি, ওরাও আছে
দেশ-জাতি- সমাজ‌ও আছে,
সুখ-শান্তি-সমৃদ্ধি চাইছি-
"২০২১"- এর কাছে।   



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top