হে মোর দেবতা তুমি আমারে আর ছলিও না।
ভ্রমেছি নিজেরে নিজে,
তুমি আর আমারে ছলিও না।
যদি যাই পথ হারায়ে তিমির নিশিথে
স্তরে স্তরে দাও আলোক হৃদয়গগনে।
পাথুরে জীবনপথে যদি আমি নাই পাই
তোমায় পাশে তে, বেশিদূর ওগো তুমি যেওনা।
ভ্রমেছি নিজেরে নিজে,
তুমি আর আমারে ছলিও না।
তব প্রাসাদে যদি নাই দাও মোরে
স্থান,
নাই দাও তব দেখা, দিও ঠাঁই
তোমার প্রাসাদ প্রাঙ্গনে।
কব কথা শুনিবারে এ হৃদয় ব্যাকুল তোমার তরে,
যদি নাই পাই শুনিতে তব বানী
দাও তব সুর মোর হৃদয় পুরে।
ভ্রমেছি নিজেরে নিজে,
প্রভু তুমি আর ছলিও না।
লেখিকাঃ শ্রীমতী পম্পা বাকুলি (চন্দননগর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

