বিজয়া-উমা চক্রবর্ত্তী || কবিতা || অকপট অনুসন্ধান

0



একটা অন্ধকার ঘরে কালো আলোটা ঘিরছে,

চারিদিকের স্হাবর  থেকে সরে যাচ্ছে যৌক্তিকতা।

মিথ্যের রংটা চ‌ওড়া হয়ে নোনা দিচ্ছে,

সত্যের বাস্তবের চিলেটায়।

ভাবতে ভাবতে প্রহরের ৪টি ঘন্টার আওয়াজ টা,

বুকের ভিতর চাপছে নিঃশ্বাস টাকে।

ঘুমের অঘোরের ঘাম দেওয়া শরীরটা,

ছটফট করছে একটু বাতাসের জন্য।

পারছি না বেড়াতে ঘেরাটোপে র দুর্নিয়ার

রুপটার দুর্নামের কবর থেকে।

শিথীলের অস্থিরতা র বর্শির

কাঁটার আঘাতে  নখটা আহত।

পা ডুবিয়ে থাকা স্মৃতি গুলো হেমন্তের বাশি

ফুল হয়ে বিচ্ছেদের রক্ত ঝড়াচ্ছে।

ভালো থাকার পক্ষটা মধ্যরাত্রি র ফেরারী সময়।

সেই প্রথম প্রহরের উন্মেষের ভালোবাসার

হাতটা আজ বিষাক্ত ।

জীবনের টানা পোড়নের আঁকরে ধরা মানুষগুলো

হারিয়ে দিচ্ছে জেতা বাজি টা।

চরিত্রে জুটেছে চাঁদের গর্তের হাজারো কলঙ্ক

রং রুপের ভ্রু কুঞ্চনে র আছে ঠান্ডা গসিপ।

বাড়ির দেওয়াল থেকে বাইকের পিছনের বোন,

ফোনের স্ক্রলের বন্ধু থেকে পরিচিত সম্পর্ক,

উল্টে যাচ্ছে কাগজের নৌকা।

চেয়ে থাকা আত্মরক্ষা আজ স্পর্শ করছে_

সিঁটিয়ে থাকা কান্না।

ভেবেছিলুম শীতটায় রংটা একটু ফর্সা হবে।

শরীর টা গুছিয়ে নেব উত্তরের হাওয়াতে।

সরে যাওয়া লেপ টা থেকে নিজেকে আবার‌ও ঢাকবো উষ্ণতায়।

দুপুরের রোদটা উপভোগ করবো ছাঁদে র চিলেকোঠায়।

শ্যাওলা গুলো একটু একটু করে হারাবে

শিউলি র গন্ধটা ধীরে ধীরে মেলাবে পাতাঝড়ায়।

পা পিছলে যাওয়া কাঁদা টায় আবার ও উড়বে ধুলো,

না পাওয়ার চিৎকার গুলো কি মেলাবে??

ক্রসিং এ আটকে থাকা বিদায় বেলা জীবনের

না জানতে পাওয়ার  কাহারবার সুর।।

                                                     

লেখিকাঃ উমা চক্রবর্ত্তী(বাঁকুড়া)  


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top