দুর্গাপূজো-সুব্রত পাহান || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


শরতের ধবধবে সাদা আকাশে

শিউলির গন্ধে ভরা বাতাসে

কাশফুলের দোলানিতে

মা আসছে,

সকলের মন ভাসাতে।

মা এর দশটি হাতে

দশ রকমের অস্ত্র

তা দিয়ে মা করবে

পাপীদের বিনষ্ট।

তারপর  মায়ের  পুজো

পাঁচদিন ধরে

পড়াশুনা বন্ধ।

ছোটদের খেলায় পটকা-বাজি

আর খাওয়াদাওয়ায় নাড়ু,মুড়কি,মিষ্টি

আরো কত কি।

অষ্টমীর সকালে আরতি করে

মণ্ডপের দ্বারে দ্বারে

ঘুরে বেড়াই খিচুরির ভোগে।

নবমীর মন ভার করা রাত্রি

মনে করিয়ে দেয়

পরের বছরের

অপেক্ষা ঘণ্টী।

দশমীর বিকেল বেলা

ঠাকুর ভাসিয়ে আমি

ঘুরে আসি মেলা।।


লেখকঃ সুব্রত পাহান, (বালুরঘাট, দক্ষিন দিনাজপুর)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top