তুমি অপরূপা এতে
নেই কোন গ্লানি,
তোমার সুর যেন এক
মস্ত শিহরনি।
নয়নের উজ্জলতার
নেই কোনো অবকাশ…
নক্ষত্র মন্ডলের
ধ্রুবতারার ন্যায় তার বিকাশ।।
তোমার রূপ দিগন্ত
সাগরের মতো অন্তহীন,
তা দেখতে আমি যে
বিচলিত সারাটা দিন।
মরুভূমির মরীচিকার
মতো তুমি ছলনাময়ী,
তোমার পরশ সাগরের
ঢেউ এর মতো স্পর্শময়ী।
তুষারাবৃত পর্বতের
সৌন্দর্যতার মতো বিস্তৃত তুমি
তাইতো তোমার থেকে
সৃষ্ট নদী হয়ে সাগরে মিশতে চাই আমি।
নিশিরাতে বসে বসে
একাকিত্বে ভাবি
এই বৈচিত্রের
অন্তরালে নেই সুখ, নেই কোন শান্তি,
চারিদিকে পেয়ে
থাকি জীবনের অসীম ধোঁকা।
তাইতো আঁখির কোনে
জমে বিন্দু বিন্দু জলকনা/মরীচিকা।
মাথা চারা দিয়ে
থাকার নামই গমন।
দিবাকরের আলোতে
শেষ হোক জীবনের অন্ধকার
প্রকৃতির স্পর্শে
বেড়ে উঠুক জীবনের আকার
মা তুমি সেই অপরুপ
নারী,
তোমার চরনে আমি মাথা নত করি।।
লেখিকাঃ লাবনী কর্মকার, (ফুলবাড়ি, দক্ষিন দিনাজপুর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

