ভালো লোক- মাজাহারুল ইসলাম || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


ভালো লোকের দুনিয়াতে  

নাই কোন দাম,

ভালো লোকের দুনিয়াতে অনেক বদনাম।

ভালো লোকের এই জগতে নাই কোন শান্তি,

ভালো লোকের চলার পথে আছে অনেক ক্ল্যান্তি।।

ভালো  লোক  পায়না কোন প্রেম ভালোবাসা,

ভালো পায় শুধু দুঃখ হতাশা।

ভালো লোকের এই জগতে আছে অনেক শাস্তি,

ভালো লোক পায়না কভু সৎ,সম্মানে মুক্তি।।

ভালো প্রেম যেমন জগতে প্রকাশ পায়না,

ভালো লোক কে তেমনি এই জগত বেঁচে থাকতে দেয়না।

ভালো লোক দ্বারা যদি এই জগত ভরে যেত,

সব রকমের অত্ত্যাচার অবিচার থেকে পৃথিবী মুক্ত হত।।


লেখকঃ মাজাহারুল ইসলাম  (ডাঙাহাট,কুমারগঞ্জ)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top