মহিষাসুরমর্দিনী-শেখর দেবনাথ || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


শরতের বাতাসে বাতাসে বাজে

আগমনীর বেণু,আহ্বান চলে

আদ্যাশক্তি মহামায়ার।

ধরিত্রীর বুকে আহ্বান চলে

ছিন্নমস্তার,প্রতিটি মানুষের

অস্তিত্বে অস্তিত্বে,শিরায় শিরায়

বুঁদ হয়ে থাকা কাম-ক্রোধ -লোভরূপী

অসুরদের বিনাশ করবে কে?

মনুষ্যত্বের বিসর্জনের বাজনা বেজে চলেছে,

যা আজ,যত্রতত্র বিসর্জিত হচ্ছে।

মানুষের প্রতিটি স্পন্দনে বিষাক্ত নাগিনীর

ফেনিল বিষের প্রবাহ,প্রতিনিয়ত

ধ্বংস করে চলেছে বোধ-বিবেক কে।

তাই আজ আহ্বান জানাই মহিষাসুরমর্দিনীর।




লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top