নমো নমো নমঃ মৃন্ময়ী নমঃ
জননী জগদ্ধাত্রী।
শারদ আকাশে,
স্নিগ্ধ সমীরণে,
জীবন জুড়ালে
তুমি।।
আনাবিল আনন্দ
তোমার আগমনে,
তুমি যে
জ্যোতির্ময়ী।
অসীম তুমি,
নিরাকারময়ী
তুমি ভূবনমোহিনী।।
ষষ্ঠিতে বোধন মা,
এস বঙ্গ ঘরে।
সপ্তমীতে জ্বালাও
আলো,
নব চেতনার
দ্বারে।।
অষ্টমীতে
পুষ্পাঞ্জলি,
তোমার রাঙ্গাচরনে।
রেখো মোদের দুধে
ভাতে,
সকল দুঃখ
নির্বাসনে।।
নবমীতে অন্নপূর্ণা,
অন্নদাতা তুমি,
তোমার দানে উঠুক
ভরে এই ধরণী।
দশমীতে নিরাশ করে,
যাবে তুমি চলে।
আবার এসো গৌরী
মাগো,
একটি বছর পরে।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


