প্রিয় বনিতা,
যতদিন আমি কাছে ছিলাম তুমি
হয়তো আমাকে অনুভব করো নি,
কিন্তু আমি প্রতি মুহূর্তে খুঁজেছি
তোমায়,তোমার ওই শান্ত নিটোল,
ত্রস্ত হরিণীর মতো চোখ কল্পনা করে
কত রাত্রি বিনীদ্র কেটেছে তার খবর
কি তুমি রেখেছো,রাখনি।আজ আমি
অনেক দূরে,প্রতিটি ক্ষণ কাটে তোমার
উষ্ণ স্পর্শের কল্পনায়,মনে হয়
প্রজাপতির ডানায় লিখে দিই আমার
প্রতীক্ষার সময়গুলি;শালিখের পালকে
পালকে লিখে দেব আমার না বলা
কথাগুলি,যে শালিখটা রোজ তোমার
বাড়ির সামনে বসে।যতবার তোমায়
বলেছি আমার কথা,তুমি চুপ করে
থাকো,এই চুপ থাকার মানে আমি
আজও বুঝিনি,পারলে একবার
ফোন কোরো অপেক্ষায় রইলাম।
ইতি
তোমার তুমি
রচনাঃ ৯ই পৌষ ১৪২৭
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


