বিধান-বর্ণালী দত্ত || অণুগল্প || অকপট অনুসন্ধান

0
বিধান-বর্ণালী দত্ত


চোখের সামনে দিয়ে সাঁ করে গাড়িটি বের হয়ে গেল।রাস্তায় দাঁড়িয়ে ভিতরে ছেলেটি কালো রঙের BMW গাড়িটির দিকে  নিস্পলক চেয়ে রইলো।জেলার ডিএম সাহেবের মেয়ে।দিন রাত ২৪ ঘন্টায় এসি গাড়িতে যাতায়াত।হাতের বাটিতে ১২ টাকা ৫০ পয়সার দিকে তাকিয়ে ছেলেটির হঠাৎ মনে হল বিধাতা কি চরম নিষ্ঠুর।কি অসামঞ্জস্যপূর্ণ তার বিধান।কোন কিছু না ভেবেই ছেলেটি হঠাৎ ছুটল ছোট গাড়িটি অনুসরণ করে।সামনেই ডিএম সাহেবের বাংলো।গাড়িটি সেখানেই ঢুকেছে।লোহার পাত দেওয়া বড় ফটোকটির  সামনে এসে দাঁড়ালো সেই ভিখারি ছেলেটি।জেলখানার কয়েদির মতই যেন লোহার পাত  ধরে মুখটি  বাড়িয়ে চেয়ে  রইল সেই গাড়িটির দিকে। 
তিনজন গাট্টা গোট্টা লোক এসে এর মধ্যেই গাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে।গাড়ির দরজাটাও এই ধনীর  সন্তানেরা নাকি একা খুলতে পারে নাকিন্তু একি? সেই তিনজন গাট্টা মত লোক দরজা খুলে মেয়েটিকে তুলে ধরে বসিয়ে দিলো একটি চাকা লাগানো চেয়ারে।একটি আয়া এসে সেটি ঠেলে নিয়ে গেল বাড়ির ভেতরে।ছেলেটির চোখে পুনরায় বিধাতার বিরুদ্ধে প্রশ্ন চিহ্ন।"নদীর ওপার করে কহে ছাড়িয়া নিশ্বাস এপারেতে সর্বসুখ আমার বিশ্বাস"


লেখিকাঃ বর্ণালী দত্ত 

লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top