আজ তোমার ছুটি শ্রী।
তোমার আমার দেখা হয়েছিল,
ভুবন ডাঙ্গার মোড়ে,
এক পড়ন্ত বিকেলে।
সদ্য যৌবনের তীব্র আকর্ষণ
কাছাকাছি এনেছিল আমায়।
প্রেম না অপ্রেম?
আজ এক অবান্তর প্রশ্ন।
মাদকতা ছিল তাতে
অস্থায়ী প্রেম আজ এক
একঘেঁয়ে পুরোনো অভ্যেস।
ভুল বোঝাবুঝিতে বেশ ক্লান্ত
আমি।
এ সঙ সাজা আমার জন্যে না
আবার দেখা হবে বৈতরণী পারে
শুদ্ধ হবো দু'জনে
রাখবো নাকো কোনো মলিনতার রেশ।
পুরোনো ভুল পুরোনো অভিমান
সব ছুঁড়ে ফেলে দেবো জলে
নতুন করে শুরু করবো আবার।
পরখ করে নেবো সব
মুখ মুখোশ আর হবে না একাকার
কাছে টেনে নেবো সবাইকে
শুরু করবো এক নতুন জীবন
নতুন ভুবন ডাঙ্গার মোড়ে।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


