প্রিয়তমা হতে পারবে কি তুমি ৯০
এর দশকের প্রেমিকা ?
সপ্তাহে নয়তো মাসে দু-একবার হবে দেখা ।
থাকবে না টেলিফোন, ফেসবুক আর টুইটার,
চিঠির অপেক্ষায় থাকবে বসে দেখবে ডাকঘর ।
মনের রঙ্গিন স্বপ্ন লিখে পাঠাবে
নীল খামে,
আমার ঠিকানায় পৌঁছাবে চিঠি ডাক হরকরার ঘামে।
বছরের পর বছর যদি না পাও আমার দেখা ,
ভালোবাসা গুলি জমিয়ে রেখে থাকবে কি তুমি একা?
একমুঠো চুরি কিনে দিলে আনন্দে
চোখে জল আসবে,
তুমি কি ওই ৯০এর দশকের প্রেমিকার মতো ভালোবাসবে?
লাল শাড়ি, নীল চুরি, বড় টিপ পরে
করবে যে দিন দেখা,
প্রিয়তমা হতে পারবে কি তুমি ৯০এর দশকের প্রেমিকা ?
লাল, সবুজ ফিতায়
চুল বেঁধে কাজল লাগাবে চোখে,
আমায় দেখে সকল সুখ ফুটবে তোমার মুখে ,
অপেক্ষার ক্লান্তি ঘুচিয়ে যখন তুমি আসবে আমার কাছে ,
চোখ দুটি তোমার জলে ভরিবে হাসিবে মিছে মিছে ।
আধুনিকতার নামে নোংরামি থেকে
পারবে কি বেরিয়ে আসতে !
প্রিয়তমা পারবে কি তুমি ৯০ এর দশকের
প্রেমিকার মতো ভালোবাসতে ?
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


