আগলে রাখা মৃত প্রেম--বরুণ মুহুরী || কবিতা || অকপট অনুসন্ধান

0
আগলে রাখা মৃত প্রেম--বরুণ মুহুরী


ধূসর চোখে রঙিন স্বপ্ন
হাঁটছি তোমার পাশে..|
যতুদূর যাই নীরব তুমি
আস্ত একটি লাশে...|
কথার ওপর হাজারো কথা
ব্যস্ত নিশীথ রাতে..|
একটি কথা পড়তে গেলে
এখন বিবেকে বাঁধে...|
পাথর বুকে আগলে আছি
নিঃস্ব রিক্ত প্রেম...|
তোমার কাছে হয়তো সেটি
স্রেফ একটি গেম...|
হেরে গেছি অনেক আগেই
মুখ-মুখোশের খেলায়...
তোমার পালে ভীষণ হাওয়া.
আমার ঠাঁই ভেলায়..।।



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top