প্রিয় বন্ধু-নির্মাল্য পন্ডিত
আমার প্রিয়, জীবন, প্রথমেই
তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার শরীরে অবস্থান করে আমায় এই বিচিত্র দুনিয়ার সঙ্গে পরিচয় করে দেওেয়ার জন্য
। তোমার জন্যই তো এই জগতের কতো অজানা কথা অনবরত জেনেই চলেছি।তোমার সাথে আমার সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই অব্যাহত। আর এতদিনের সম্পর্কে একটু
খুনসুটি তো হয়েছেই কখনো তোমার প্রতি বিরক্ত হয়েছি, অতিষ্ঠ হয়ে
তোমায় তাড়িয়ে দিতেও চেয়েছি, হয়তো অনেক কটু কথাও বলেছি তোমায়
নিয়ে। আবার তোমায় কতো ভালোবাসি দেখো, তোমায় আগলে রাখতে কতো প্রচেষ্টা
করি। আসলে এ সবই তোমার প্রতি আমার মায়া ।
তুমি অবশ্য নিজের মতে চলতে পারোনা কারণ তোমায় যিনি সৃষ্টি করেছেন তিনিই তো
তোমার পরিচালক। তাঁর ঠিক করে দেওেয়া নির্দিষ্ট সূচী অনুযায়ী তোমাকে চলতে হয়। তাই
আমার চাওয়া বা না চাওয়ার কোনো মূল্যই নেই তোমার কাছে। নানা রূপে তুমি এই দুনিয়াই
বিরাজ মান। সবার সাথেই তোমার সম্পর্ক এমনই, কতোদিন পযর্ন্ত তুমি কারোও
শরীরে অবস্থান করবে তা কেউই জানেনা।
তবে আমি বা আমরা সবাই তোমার চলে যাওয়ার সময় টাকে ভুলে থাকতে চাই। তোমায় আরও
বেশি করে উপভোগ করার নেশাতেই তো মত্ত হয়ে থাকি। তুমি কিন্তু তোমার চলে যাওয়ার কথা
আমাদের মনে করিয়ে দাও বটে, বুঝিয়েও দাও সম্পর্কে বিচ্ছেদের সময় আসছে, আবার সুযোগও
দাও এমন কিছু করার যাতে তুমি চলে গেলেও আমাদের যাতে সবাই মনে রাখে, তার উদাহরণ
যে নেই এই দুনিয়ায় এমন টি নয়। কিন্তু আমরা বেশিরভাগই তো তোমাই বন্ধন মুক্ত না করার
চেষ্টায় ব্যাস্ত। আমিও ব্যাতিক্রম নই।
আমিও জানি যে কোনও এক মুহূর্তে তুমি আমার এই সম্পর্কের বন্ধন ছিড়ে ঠিক চলে
যাবেই। তোমায় আটকানোর ক্ষমতা আমার নেই।তবে চলে যাওয়ার আগে বলে যেও আবার কী তোমায় কখনও বন্ধু হিসেবে আমার মধ্যে ঠাঁই
দিতে পারবো? যদি পারি তবে
যেন এ সময়ের ভুল গুলো শুরু থেকেই শুধরে নিতে পারি।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


