ভাবলে,
এখনো ভিতরটা কেঁপে উঠে l
হটাৎ যদি কোনোদিন দেখা হয়...বাসে,
পাশাপাশি সিট্,
দেখলাম,তোমার পাশে একটা লোক বসেl
হাবভাবে দেখে মনে হলো হয়তো 'বর' !
এলোমেলো জগৎটা শান্ত হতেই মাথায় এলো...
আচ্ছা তুমি কি বুঝতে পারবে,
আজ তোমার দিকে না তাকিয়ে তোমার কথাই ভাবছি... অতীত দিনের কত কথা l
খানিকবাদে বাসটা এসে ধাবাতে দাঁড়ালো,
সবাই হুড়মুড়িয়ে নামছেl
দেখতে পেলাম তোমার পাশে বসা লোকটা নেমে গেলো...
তুমি বসে রইলে সিটেই উল্টো মুখ করে,
আমিও নেমে গেলাম
মুখে একটা সিগারেট ধরিয়ে লম্বা টান-
তবুও মুখে যেন অসম্পূর্ণতার ছাপ
বুঝতে দেবো না তো কি হয়েছে আজ l
সেগুলো তো অতীত...
হতাশার গ্লানি মুছে দিয়ে জাগা ঘুম নিয়ে গন্তব্যে পৌঁছানো-
কি জানি আবার কবে দেখা হবে...!
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


