এক পথ চলতি প্রাজ্ঞের সাথে দেখা
শ্যেন দৃষ্টি,খুঁত ধরা
স্বভাব
চারপাশে যত অপরাধীর ভিড়!
সবের মাঝে তিনি ধোয়া তুলসী
পাতা।
কানের পাশে আবছা লিপস্টিকের দাগ
নিশুতি রাত, টলমলে পায়ে
বাড়ি ফেরা
ঢেকে রাখা ভাত একা একা খাওয়া।
ফোঁপানো কান্না শুনেও-
দাম্পত্যের অধিকার
এক প্রেমহীন দস্যিপনায়
মশগুল থেকে যায়।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


