চেয়েছিলো-শেখর দেবনাথ || অণুগল্প || অকপট অনুসন্ধান

0

চেয়েছিলো-শেখর দেবনাথ

নেহার বয়স চল্লিশ ছুঁই ছুঁই করছে,দেখলে বেশ বোঝা যায় বয়সকালে বেশ সুশ্রী ছিলো। গড়নটাও বেশ ছিপছিপে এখনও রূপের লাবণ্যটা আন্দাজ করা কঠিন নয়।তবে তার বিয়ে হয়নি,কেননা বিয়ে দেবার মতো তার কেউ ছিলো না,নিজেও মুখ ফুটে বলতে পারেনি কাউকে। চালচুলোহীন তার দিন একভাবে বয়ে চলেছে।

সেদিন পাশের বাড়ির সীমার বিয়ের সম্বন্ধ নিয়ে বেশ একটা আলোচনা সভা বসেছিলো।নেহাও ছিলো সেই আসরের একজন সদস্যা। চলছিলো পাত্রপক্ষের ধনসম্পত্তির বিচার-বিশ্লেষণ ,আশীর্বাদে সীমাকে কী দিয়েছে,পাত্রের সাথে সীমার কথোপকথনের আলোচনা ইত্যাদি ইত্যাদি । ঠিক এমনি সময় নেহার চোখ ছলছল করে ওঠে এবং সবার অলক্ষ্যে শাড়ির খুঁট দিয়ে চোখদুটো মুছেও ফেলে সে-- এর কারণ আমার জানা নেই



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top