ধোঁয়াশা-শ্যামল কুমার রায়
মিথ্যে সম্পর্ক, মিথ্যে
অভিমান
মিথ্যে যত কাছে থাকার ভান
এর চেয়ে ঢের ভালো-
একা একা থাকা,
না-মানুষদের সাথে তফাৎ বজায়
রাখা।
পোষাকী সম্পর্ক, পোষাকী নাম
সম্পর্কের মাঝে বিস্তর ব্যবধান।
ভুল, সব ভুল - আপন
ভেবে রাখা
স্বার্থের দুনিয়ায় মানুষ বড়
একা।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

