উন্মাদিনী-আকাশ মণ্ডল || কবিতা || অকপট অনুসন্ধান

0
উন্মাদিনী-আকাশ মণ্ডল 


অমরত্ব চাই না আমি
তোমায় পেতে চাই
পাষাণসম ও মন তোমার
আমার করতে চাই।
শেষ বিকেলের রোদের আলোয়
যদি না দাও তুমি অভয়
গোধূলিতেও পাবো গো ভয়
করার কিছুই নাই?
অন্তর হতে অন্তরেতে
রয়েছো তুমিই গেঁথে
ওই উচনিনাদি পবন যেনো
তোমারই পাঁচালী সাধে।
স্বপ্নভেদি অসীম শক্তির
ক্ষমতা কি তোমার কাছে?
অবলা মন বিচরণ করে
তাই তো তোমার কাছে!
অলি ভ্রমরের গঞ্জনেতে
শুনছি আমি কর্ণ পেতে
মন ভোলানোর স্বরটি তোমার
নিত্য স্বরূপ আসছে ভেসে।
কোন কোকিল কুহুর গানের আশায়
স্বপ্ন ভেজা আবেগী মন
রোদ বৃষ্টির প্রখরতায়
আষ্ঠে পৃষ্ঠে গনিছে ক্ষন।
তোমার বহ্নি শিখার অগ্নিকাণ্ডে
করো গো আমায় শরিক
রাজি আমি দগ্ধ হতে
অতিকথনের ভাষণ মাফিক।
সচল ধারার এ কোন কবি
সংকুচিত চিত্ত তালে
এ জীর্ণ জীবন মর্মভেদী
বিদ্রুপ করে তোমার ছলে।
স্তম্ভিত ওই মূর্তি স্বরূপ
স্বপ্ন যদি অচল থাকে
যোগাবে তুমি প্রানসত্তা
ভেবেছিলাম কল্পনাতে।
ছন্দোবদ্ধ লিপিকারে
হবো গো যুগল অনন্ত
সহজ কঠিন মৌন ব্যথায়
তুমি পাপরি আমি বৃন্ত।
রুপকথার ওই গল্পগুজব
পুষিনা এ নগ্ন মনে
হয়তো তুমি রয়ে যাবে
গুপ্ত হয়ে রূপকথাতেই!!
এত কিছু অন্তর পরে
মাথা রাখবো তোমার কোলে
কালরুদ্র মারলে মারো
বাঁচালে বাঁচাও মনে ধরলে।
মহান এই আহ্বানের
মূল্য দিও উন্মাদিনী
দিশাহীন এ জীবনটাকে
কোরো গো ভরসা মুখী।।।

লেখকঃ আকাশ মণ্ডল 

লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top