সমুদ্রে দুটি চটি--অনুপম রজক
বুদ্ধপূর্ণিমা রাতে
কাটাতে মন ক্লান্তি ভার
এসেছি সবান্ধব অথচ একাকী
দীঘার সমুদ্র সৈকতে।
পূর্নার্থী মন্দির
দর্শনে
যেভাবে ত্যাগ করে চটি
পরিপাটি বসেছি এবেলা
স্নিগ্ধ হতে।
ঢেউয়ের উপরে ঢেউ
স্বর্ন রেনু মাখা
পিছনের অতি কোলাহল
কখন আবেশে গেছে ঢাকা।
অশান্ত জোয়ারে ঢেউ গোনা ও
ঘোষণা:
"তোমার চটি যে গেল ভেসে!"
নিমেষে হাহাকার গর্জায়
সমস্বরে ওঠে রব গেল হায়
হায়...
ভেসে গেছে বোন তাই ঝাঁপ দেয়
ভাই।
মুগ্ধতা কাটিয়ে ছুটেছি
পিছু পিছু ছোট্ট নুলিয়া
হাত খানি টেনে বলে বাবু:
"সমুদ্র কিছুই নেয় না
ঢেউ গেলে সব ফিরে আসে।"
মুহুর্তের প্রবল লহরে
ভেসে আসে মালপত্র সিন্ধুবর্জ
সহ....
খোঁজ করে পাওয়া গেছে দুই খানি
দেহ
আমার চটি ও এসেছে
একটি সন্দেহ বাণ রেখে গেছে মনে
সমুদ্র প্রান কি দিয়েছে!!
লেখকঃ অনুপম রজক
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

