খোয়াবের মুদ্রাদোষ--বিশ্বজিৎ লায়েক || কবিতা || অকপট অনুসন্ধান

0

খোয়াবের মুদ্রাদোষ--বিশ্বজিৎ লায়েক 


এক ।
 কী নিয়ে যাচ্ছ অগ্নি বর্ণ বিলাপ
 দাঁড়াও। অগ্রন্থিত রাত
কার সঙ্গে শুয়ে আছো এত বিষাদ পরাগ
বাড়ি চলো।
দীর্ঘ দিন বৃষ্টি হল না বলে
হাত ধরে যাবে জলের অসুখে!
দুই ।
লাভ নেই। শুধু জমে আছে অবসাদ।
 নষ্ট হল এইটূকু জীবন
তিল তিল জমানো বৈভব
বললাম— নেবে?
নিল না কিছুই।
শোক ফেলে চলে গেল বৃদ্ধ পিতামহ
আপাতত বিষণ্ণ পৃথিবী
তিন ।
 কী খাবে?
 প্রতিদিন ক্ষয়ে গেছে হাত
 জলের গভীরে এখন
কেঁপে ওঠে
চেনা গল্পের ধানখেত
আমি কি ছুঁয়ে দেখব
ভাত বেড়ে বসে থাকা আর একটা রান্নাঘর
চার ।
 কী ভাবে যাবে!
শব বাহকেরা চলে গেছে অনেকক্ষণ
তুমি এসো
তোমার সঙ্গে যাবে নিরাসক্ত গমন
উত্থান পতন
 চোখের জলের মতো আনন্দ ধারা
পাঁচ ।
 কী লিখব আর!
এত কিছু লিখেছে সবাই
প্রেম, মৃত্যু, জরা, মায়া, শোক
 আমি কি লিখব এখন
মেরুদণ্ড সোজা রেখে পুরনো খোয়াব



লেখকঃ বিশ্বজিৎ লায়েক

লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top