চারুলতা-মিন্টু পাল
আমার মহাদেশ, অরণ্য
আর যেখানে যেসব কথা
ছেয়ে যাচ্ছে তার ভিতর
তুমি ও তার লতা।।
ভরিয়ে দিচ্ছ দৃষ্টি সাজি
মুখশ্রীর ফুলে,
জুড়িয়ে দিচ্ছো আবেশ
চাওয়া
উড়ন্ত বাহার চুলে।।
জড়িয়ে যাশ্ছি আরো ও আরো,
আমরা পরস্পর
আমার মহাদেশ, আমার অরণ্য
তোমারই নিজের ঘর।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


