নোনাপাথর-শেখর দেবনাথ || ছোটোগল্প || অকপট অনুসন্ধান

0

 নোনাপাথর-শেখর দেবনাথ


"কী দাদা,ব্যাগ হাতে কোথায় চললেন,পুজোর তো আর কদিন বাকি,বাজারে বুঝি ?"পেছন থেকে চেনা গলার এই প্রশ্নে খানিকটা থতমত খেয়ে গেলেন নীহারবাবু।এক গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি।কেননা আজ পাঁঁচবছর হলো স্ত্রী সুতপার ওভারি ক্যান্সার ধরা পড়েছে,ঔষুধ কিনতেই হাঁপিয়ে পড়েন,সংসার চালানোই দুঃসাধ্য ব্যাপার।রোগ ধরা পড়া থেকে আজ অবধি নিজের কথা নাহয় বাদ থাক ছেলে-মেয়ে দুটোকেই পুজোতে কেন বছরে একটা জামাকাপড় দিতে পারেন নি তিনি।ব্যথায় তার চোখের কোণ বেয়ে দু'ফোঁঁটা জল গড়িয়ে পড়ল।

"কী হলো,কী ভাবনায় পড়লেন?"

নিজেকে সামলে নিয়ে নীহারবাবু একটু হেসে বললেন--হ্যাঁ ভাই দোকানে ভিড় বেড়ে যাবে তাই পুজোর বাজারটা সকাল সকাল সেরে ফেলি,বলেই রুমালে চোখ মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে গেলেন...


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top